কাদের মির্জার আরও তিন সহযোগী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৫ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার তিন সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে বসুরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- চরপার্বতী ১ নম্বর ওয়ার্ডের জিয়াউল হকের ছেলে মো. সিরাজুল হক হাসেম (৪৯), বসুরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ড রামদী গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. হুমায়ুন ওরফে মিন্টু (৩৫) ও একই গ্রামের মো. সোবাহানের ছেলে মো. পারভেজ (২৫)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে ১২ মার্চ (শুক্রবার) বসুরহাট পৌর এলাকা থেকে ইকবাল চৌধুরী (৪৭), মহিউদ্দিন (৪০), আবুল খায়ের বিপুল (৩০), জাকের হোসেন সাহাব উদ্দিন (৩৬), ইউসুফ নবী (৪২) ও আবদুল মালেক (৪৪) নামে কাদের মির্জার আরও ছয় সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।