ভাবিকে খুনের দায়ে দেবরের যাবজ্জীবন
নোয়াখালীতে ভাবিকে খুনের দায়ে দেবর মো. হাসান ওরফে আহসান উল্যাহর (২৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) জেলা দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি মো. হাসান ওরফে আহসান উল্যাহ বেগমগঞ্জ উপজেলার দরাপপুর গ্রামের করিম উদ্দিন ভুইয়া বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নোয়াখালীর পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল ও আসামি পক্ষের স্টেট ডিফেন্স ছিলেন অ্যাডভোকেট মো. নাজিমুর রশিদ।
অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, মাদকের টাকা না পেয়ে আসামি মো. হাসান ওরফে আহসান উল্যাহ ২০১৫ সালের ১২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ভাবি শিউলি আক্তারকে কুপিয়ে খুন করেন।
এ ঘটনায় ওইদিন নিহতের চাচা আবুল হাশেম বাদি হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন (মামলা নং-২৭)।
বেগমগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান পাঠান তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট দেন।
বিজ্ঞ আদালত ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামিরপক্ষে কোনো আইনজীবী নিযুক্ত না করায় তার পক্ষে স্টেট ডিফেন্স নিযুক্ত করেন। নিযুক্ত স্টেট ডিফেন্স প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের জেরা করেন।
এএইচ/এএসএম