বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৫ মার্চ ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (ভারপ্রাপ্ত প্রধান এসবি)।

সোমবার (১৫ মার্চ) দুপুরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। একইসঙ্গে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি খোরশেদ আলম ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম প্রমুখ।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।