হোটেলে বিস্ফোরণ : জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড
রাঙামাটিতে বিস্ফোরণ মামলায় শামীম মির্জা গালিব নামের এক জেএমবি সদস্যের ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ ২০ বছর ধরে চলা এ মামলায় সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার (১৫ জুন) দুপুরে জেলা যুগ্ম জজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী এ আদেশ দেন।
রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, আদালতে সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে বিস্ফোরণ ঘটনায় শামীম মির্জা গালিব জড়িত ছিলেন। এরইমধ্যে তিনি ১৫ বছরের অধিক জেলে ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে রাঙামাটি শহরের ডিগনিটি হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ মামলায় একমাত্র আসামি ছিলেন শামীম মির্জা গালিব।
শংকর হোড়/এসজে/এএসএম