ট্রাক্টর দিয়ে বালু বহন করায় চালক-মালিকের জেল
কুড়িগ্রামের রৌমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক্টর দিয়ে বালু বহন করার অপরাধে জীবন মিয়া (২৪) নামের এক চালক ও জাহিদুল ইসলাম (২৭) নামের এক ট্রাক্টর মালিককে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রৌমারীতে গত দুই মাসে অবৈধ ট্রাক্টরের আঘাতে ছয় জনের প্রাণহানি ঘটে। এতে স্থানীয়রা ট্রাক্টর ও নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবি করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অবৈধ ট্রাক্টর চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এই ঘোষণা অমান্য করে বালু ভর্তি ট্রাক্টর চালানোর অপরাধে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দেয়া হয় এবং ট্রাক্টর দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, ট্রাক্টর চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অমান্য করায় ট্রাক্টরের এক চালক ও এক মালিককে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
মো. মাসুদ রানা/এসজে/এএসএম