৯০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাড়াশি অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মো. সাগর শেখ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. সাগর শেখ আশুতিয়া গ্রামের হান্নান শেখের ছেলে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় জিকরুল শেখ (৩৫) ও মুজাহিদ শেখ (৩৪) নামে আরও দুই মাদক কারবারি পালিয়ে যান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় অপর দুজন পালিয়ে যান।
গ্রেফতার সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান ওসি।
এসজে/এমকেএইচ