প্রতীক বরাদ্দের আগেই পোস্টার-ফেস্টুনে চলছে ফেসবুক প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৭ মার্চ ২০২১

ঝালকাঠিতে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পোস্টারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাসন্ডা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিকের সমর্থক ফেসবুকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সঙ্গে ছবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ নেতৃবৃন্দের কাছ থেকে দলীয় মনোনয়পত্র গ্রহণের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টায় পোস্ট করা ছবিতে ক্যাপশন লেখা হয়েছে ‘অভিনন্দন নানা ভাই, জনাব মোবারেক হোসেন মল্লিক আবারো ৬নং বাসন্ডা ইউনিয়নের নৌকার মাঝি। ইনশাআল্লাহ আমরা নবম বিজয়ের দ্বারপ্রান্তে আছি। বাংলাদেশের সব থেকে বেশি বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান (পর পর আট বার) একাধিকবার রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান হলো মোবারক হোসেন মল্লিক। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহ-সভাপতি এবং আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ, ঝালকাঠি জেলা শাখা’।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার ছবি সম্বলিত পোস্টারে লেখা রয়েছে ‘আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, আসন্ন ৬নং বাসন্ডা ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, আট বার নির্বাচিত, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিককে (বি.এ) নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ইউনিয়নবাসীর পাশে থাকার সুযোগ দিন। প্রচারে ৬নং বাসন্ডা ইউনিয়নের সর্বস্তরের জনগণ। নির্বাচনের তারিখ- ১১-০৪-২১। মুদ্রণ সংখ্যা ১০,০০০’।

এদিকে ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছন এ জে এম মইনুদ্দিন পলাশ। তার সমর্থক মো. নুরুন্নবী আকন বাবু রাত ৮টায় ফেসবুক পেইজে পোস্ট করেছেন একটি ফেস্টুন। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ‘২নং বিনয়কাঠী ইউপি নির্বাচনে উন্নয়নের শপথ নেন নৌকা মার্কায় ভোট দিন। শেখ হাসিনার ছালাম নেন, নৌকা মার্কায় ভোট দিন। আমু ভাইয়ের ছালাম নেন, নৌকা মার্কায় ভোট দিন। পলাশ মামার ছালাম নেন, নৌকা মার্কায় ভোট দিন’।

vote

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং মুজিববর্ষ লোগো সম্বলিত ফেস্টুনে লেখা রয়েছে ‘আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, আসন্ন ২নং বিনয়কাঠি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, এ জে এম মঈন উদ্দিনকে (পলাশ) নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন। প্রচারে ২নং বিনয়কাঠি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। নির্বাচনের তারিখ- ১১-০৪-২১ খ্রি. রোজ- রোববার’।

এদিকে ঝালকাঠি সদর উপজেলার ৮নং গাবখান-ধানসিড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছন আবুল কালাম মাসুম। সোমবার (১৫ মার্চ) দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করেন। এক যুবলীগ নেতা সেই সভার কিছু ছবি ফেসবুক পেইজে পোস্ট করেছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়নে তাদের প্রতীক চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনো কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। যদি কেউ বরাদ্দের আগেই এটি ব্যবহার করে প্রচারণা চালিয়ে থাকেন তাহলে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ১৯ মার্চ ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।

আতিকুর রহমান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।