স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
শরীয়তপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে আবুল হোসেন ভূঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার কুন্দরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল হোসেন ভূঁইয়া শরীয়তপুর সদর উপজেলার একটি গ্রামের আব্দুর জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, অসচ্ছল পরিবারের ওই ছাত্রীকে অষ্টম শ্রেণিতে ভর্তি করে আবুল হোসেন ভূঁইয়া। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পড়াশোনার খবর বাবদ ১০ থেকে ১২ হাজার টাকাও দেন তিনি। পরে ১৪ মার্চ (রোববার) ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে আবুল হোসেন। এর আগেও একাধিকবার ধর্ষণের ফলে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে আবুল হোসেন। বিষয়টি স্বজনদের জানালে বুধবার (১৭ মার্চ) ওই স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেন।
শরীয়তপুর সদরের পালং থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।’
মো. ছগির হোসেন/আরএইচ/এএসএম