ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম নওগাঁ স্থানীয় সরকারের উপ-পরিচালক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী অফিসারকে এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘প্রকল্পের বরাদ্দের অর্থ বণ্টনে স্বজনপ্রীতি, বিধি বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স আদায়, এলজিএসপি বরাদ্দকৃত সেলাই মেশিন ক্রয়ে দুর্নীতি, পুকুরের গাইড ওয়াল দেয়ার নাম করে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা আদায়সহ নানান অনিয়ম ও দুর্নীতির করেছেন চেয়ারম্যান।’

তিনি আরও বলেন, ‘গত ২০১৯-২০ অর্থ বছরে জুন মাসে হোল্ডিং ট্যাক্স আদায় করা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারি মাসে কোন আলোচনা ছাড়াই বিধি বহির্ভূতভাবে ট্যাক্স আদায় শুরু করেন। অদ্যাবধি পর্যন্ত পরিষদের আয়-ব্যয়ের কোনো হিসাব ও ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউপি সদস্যদের কোনো সম্মানী ভাতা দেয়া হয়নি।’

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চান এই ইউপি সদস্য।

ঘাসিপুকুর গ্রামের বাসিন্দা ছালেমির বলেন, ‘আমাদের বাড়ির পার্শ্ববর্তী পুকুরের গাইড ওয়াল দেয়ার নাম করে আমাদের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন চেয়ারম্যান ফজলুর রহমান। কিন্তু কাজ করেননি। পরে শুনেছি তিনি একটি প্রজেক্ট থেকে টাকা তুলে আংশিক গাইড ওয়ালের কাজ করেছেন। আমরা টাকা ফেরত চাইলে তিনি নানান টালবাহানা করছেন।’

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু লোক আমার কাছ থেকে সুবিধা না পেয়ে বিভিন্নভাবে অভিযোগ করছেন। পুকুরে গাইড ওয়াল নির্মাণে কারও কাছ থেকে কোনো টাকা নেয়া হয়নি। বরাদ্দ থেকে গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে। এছাড়া বছরের যেকোনো সময় হোল্ডিং ট্যাক্স আদায় করতে পারি।’

উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আলী হোসেন বলেন, ‘অভিযোগের পর আমরা তদন্ত করেছি। তদন্তে আংশিক সত্যতার প্রমাণ পাওয়া যায়। একটি প্রতিবেদনের কপি ইউএনওর কাছে দেয়া হয়েছে।’

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘অভিযোগের ওপর ভিত্তি করে প্রতিবেদন কপি আমি পেয়েছি। বিষয়টি আরও একবার তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

আব্বাস আলী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।