পথশিশুদের নিয়ে কেক কাটলেন থানার ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পথশিশুদের নিয়ে কেক কাটলেন দিনাজপুরের খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন।

বুধবার (১৭ মার্চ) সকালে খানসামা থানা চত্বরে এ কেক কাটা হয়। এসময় ওসি শিশুদের কেক খাইয়ে দেন এবং শিশুদের মাঝে চকলেট ও খাবার বিতরণ করেন।

jagonews24

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নই আমাদের লক্ষ্য। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে। তিনি সর্বদাই অসহায় মানুষের মুখে হাসি দেখতে চেয়েছেন, তাদের ন্যায্য অধিকার দিতে চেয়েছেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা পথশিশুদের নিয়ে এ আয়োজন করেছি।’

এমদাদুল হক মিলন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।