নৌকা পাগল গোলাম রসুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৩২ এএম, ১৮ মার্চ ২০২১

নৌকা পাগল গোলাম রসুল (৫০)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে সারা শরীরে শতাধিক নৌকা লাগিয়ে ঘুরে বেড়ান। সঙ্গে স্পিকারে বাজান বঙ্গবন্ধুর ভাষণ। এতে যেমন নিজে আনন্দ পান এবং অন্যদেরও আনন্দ দেন।

বুধবার (১৭ মার্চ) সারা শরীর, মুখ ও মাথায় নৌকার মুকুট লাগিয়ে বাড়ি থেকে ২২ কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন। তার ইচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার তৈরি একটা মাস্ক উপহার দেয়া।

গোলাম রসুলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলা উত্তর কুচরা বাদলঘাটা গ্রামে। তিনি পেশায় একজন রিকশাচালক। ঢাকাসহ বিভিন্ন জেলায় জীবিকার তাগিদে রিকশা চালান। নিজে লেখাপড়া না শিখলেও দুই ছেলেকে কষ্ট করে পড়াশুনা করাচ্ছেন। বড় ছেলে এবার এইচএসসি ও ছোট ছেলে এসএসসি পাস করেছে।

গোলাম রসুল বলেন, ‘তার বয়স যখন ১০ বছর তখন বাবার (মৃত দবির উদ্দিন) কাছে বঙ্গবন্ধু সম্পর্কে শুনেছিলেন। বঙ্গবন্ধু একজন ভালো মানুষ ছিলেন জেনে তার প্রতি ভালবাসা বেড়ে যায়।’

jagonews24

তিনি জানান, ছোটবেলা থেকেই কাগজের নৌকা শরীরে লাগিয়ে ঘুরে বেড়ান। তবে কয়েক বছর থেকে রেকসিন, সেলুলাইট, স্ট্যাপলার পিন ও মার্কার কলম দিয়ে নিজেই ছোট ছোট নৌকা তৈরি করেন। ১০০ পদের নৌকা তৈরি করতে পারেন। প্রতিটি নৌকার সঙ্গে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি লাগানো। এরই মধ্যে গায়ে শতাধিক নৌকা নিয়ে জেলার ৬টি আসনের ঘুরে প্রচারণা করেছেন।

গোলাম রসুল বলেন, ‘আমি সাইকেল চালিয়ে রাজশাহী তানোর উপজেলার দেবীপুর গ্রামে আলুক্ষেতে দুর্ঘটনায় পড়ে থাকা প্রশিক্ষণ বিমানে গিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছি। আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই। তবে আমার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নৌকার তৈরি একটা ডিজিটাল মাস্ক উপহার দেয়া।’

আব্বাস আলী/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।