খসে পড়ল নির্মাণাধীন পায়রা সেতুর পলেস্তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:১৪ এএম, ১৮ মার্চ ২০২১

পায়রা নদীতে নির্মাণাধীন লেবুখালী (পায়রা) সেতুর পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) বিকেলে হঠাৎ করেই সেতুর দক্ষিণ প্রান্তের একটি স্প্যানের নিচ থেকে পলেস্তারা খসে পড়ে।

এই ঘটনার পরপরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে।

পায়রা (লেবুখালী) সেতু নির্মাণ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, টেনশন দেয়ার সময় প্রেসারে দুই ফিটের মতো জায়গার পলেস্তারা খসে পড়েছে। এটা ঝুঁকিপূর্ণ নয়। সেতুর জন্য এটা ক্ষতিকরও নয়।

যারা টেকনিকেল বিষয় বুঝেন না, তারাই এটা নিয়ে গুজব রটাচ্ছে বলেও দাবি করেন তিনি। এই গুজব থেকে সবাইকে সর্তক থাকার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ‘মূল সেতুর কাজে এগিয়ে আছি। ইতোমধ্যে পায়রা সেতুর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা ও করোনার কারণে আমরা বেশ কিছুদিন কাজে পিছিয়ে ছিলাম’।

২০২১ সালের মধ্যে সেতুর সার্বিক কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

সেতুটি চালু হলে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা নিশ্চিত হবে। বর্তমানে চার লেনবিশিষ্ট এক হাজার ৪৭০ মিটার (৪,৮২০ ফুট) দৈর্ঘ্যের সেতুটির উভয়দিকে সাত কিলোমিটারজুড়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ চলছে।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।