নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল ধানখেতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৮ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে পুলিশ নিখোঁজ থাকার ১১ ঘণ্টা পর এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৬টায় পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির টেকের এলাকা থেকে মরহুম ইসমাইল মিয়ার বাড়ির পাশের ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ হানিফ মিয়া ওরফে ননা মিয়া (৮০), বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবদুল আজিজের ছেলে এবং তিনি পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির টেকের চা দোকানের ব্যবসা করতেন।

নিহতের ছেলে মহিন উদ্দিন বলেন, তার বাবা বুধবার (১৭ মার্চ) রাত ৭টায় কাগজির টেক থেকে নতুন পুকুরের উদ্দেশ্যে যায়। তার রাত ৯টায় বাড়িতে আসার কথা ছিল।

তিনি বাড়িতে না আসায় সারারাত খোঁজাখুঁজির করার পর বৃহস্পতিবার সকাল ৬টায় মরহুম ইসমাইল মিয়ার বাড়ির পাশের জমিতে তার মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহের কানে কাটা জখম, ঘাড়ে ও নাকে ফুলা জখম ছিল বলে জানান তিনি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।