খাগড়াছড়িতে পাথরবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৮ মার্চ ২০২১

খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় মো. হানিফ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরেক মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হানিফ মাটিরাঙা পৌরসভার চরপাড়া গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি থেকে মাটিরাঙা ফেরার পথে সাপমারায় ময়লা টিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজন পেছনে থাকা পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে মো. হানিফ ও মো. নাজিম নামে দুজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে মো. হানিফ মারা যান। আহত নাজিমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুজিবুর ররহমান ভূঁইয়া/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।