স্বাধীনতার ৫০ বছর পর সূর্যদীতে নির্মিত হল স্মৃতিস্তম্ভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৮ মার্চ ২০২১

স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর শেরপুরের সূর্যদী এলাকায় নির্মিত হলো মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদীতে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। এলজিইডি শেরপুরের বাস্তবায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ৪০৪ টাকা।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা আবেগাপ্লুত হয়ে বলেন, ১৯৭১ সালের ২৪ নভেম্বর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এ এলাকার দুই বীর মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিলেন। আগুনে পুড়ে ছাই হয়েছিল প্রায় ২০০ ঘরবাড়ি।

তারা আরও বলেন, বছর ঘুরে দিনটি এলেই স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত হতেন সূর্যদী গ্রামবাসী। কিন্তু স্বাধীনতার ৪৯ বছর পরও সঠিকভাবে চিহ্নিত করা হচ্ছিল না গণহত্যার মুক্তিকামী বীর শহীদদের গণকবর। পরবর্তীতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হলো।

স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে, স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমিসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

ইমরান হাসান রাব্বী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।