বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন মওদুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৯ মার্চ ২০২১
ফাইল ছবি

প্রয়াত বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদকে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইতোমধ্যে শুক্রবার (১৯ মার্চ) সকালের মধ্যেই সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টার যোগে মরহুমের মরদেহ কোম্পানীগঞ্জে নেয়ার প্রস্তুতি চলছে। জুমার নামাজ শেষে কবিরহাট সরকারি কলেজ মাঠ, বিকেল ৪টায় বসুরহাট সরকারি কলেজ মাঠ, ৫টা ৩০ মিনিটে মানিকপুরের নিজ বাড়িতে জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ।

দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ বাবা-মায়ের কবরের পাশে সমায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ জানান, মওদুদ আহমদের গ্রামের বাড়ির বাসভবন ‘হোয়াইট হাউজে’ কেউ থাকেন না। মওদুদ আহমদ কখনো গ্রামের বাড়িতে গেলে ওই বাসভবনে অবস্থান করতেন। আর তার পুরাতন বাড়িতে বর্তমানে চাচাতো ভাইয়েরা বসবাস করছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট আসন থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।