প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৯ মার্চ ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে বাক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) ভোর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফারুক হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর হাসান গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ও তার প্রতিবন্ধী বাবাকে রেখে মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। দুই বছর আগে ওই প্রতিবন্ধী তরুণীকে নোয়াখালী চৌমুহনী এলাকার এক ব্যক্তির সাথে বিয়ে দিলেও একবছর পর থেকে স্বামী তার খোঁজখবর রাখেন না। এ সুযোগে প্রতিবেশী ফারুকের লোলুপ দৃষ্টি পড়ে। কিছুদিন আগে তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে ফারুক ভিকটিমের রান্নাঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। বাক প্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী চিৎকার করতে পারেনি।

বুধবার (১৭ মার্চ) ওই তরুণী ব্যথায় কান্না করে মাকে ইশারায় তার পেটে বাচ্চা আছে বলে জানায়। ফারুক তাকে ধর্ষণ করেছে বলেও ওই তরুণী ইশারায় জানায় মাকে। ভুক্তভোগীর পরিবার আলট্রাসনোগ্রাফি করে জানতে পারেন মেয়ে তিন সপ্তাহের গর্ভবতী। পরে ওইদিন এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন তরুণীর মা।

চরজব্বর থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।