লুণ্ঠিত মালামালসহ শরীয়তপুরে ৪ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২০ মার্চ ২০২১

লুণ্ঠিত মালামালসহ শরীয়তপুরে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জেলা পুলিশের মিডিয়া সেল।

এর আগে ১৮ মার্চ (বৃহস্পতিবার) শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর আনন্দ বাজার থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জাজিরা উপজেলার বিকেনগর টুমচর সরদার কান্দি গ্রামের ইদ্রিস সরদারের ছেলে কালাচাঁন সরদার (৩৫), বিকেনগর সদর আলী মাদবর কান্দি গ্রামের মৃত ওহাব মাদবর ছেলে বাবুল মাদরব (৪৫), বিকেনগর মুন্সী কান্দি গ্রামের জনু ফকিরের ছেলে বাহাদুর ফকির (৩৮) ও বড়কৃষ্ণ নগর নমসুদ্র কান্দি গ্রামের বিরেশ্বর বাইনের ছেলে বিষ্ণু বাইন (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে জাজিরা উপজেলার বিকেনগর টুমচর সরদার কান্দি গ্রামের সাহেব আলী সরদারের বাড়িতে হানা দেয় ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। দেশীয় অস্ত্র নিয়ে তারা বিল্ডিংয়ের গেট ও কাঠের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে। সাহেব আলী সরদার ও তাহার পরিবারের লোকদেরকে মারপিট করে। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সাতভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা, তিনটি মোবাইল, একটি ঘড়ি, একটি টর্চ লাইট ডাকাতি করে নিয়ে যায়। যার মূল্য সাত লাখ ৫৪ হাজার টাকা।

এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সাহেব আলী সরদার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ১৮ মার্চ অভিযান পরিচালনা করে কালাচান, বাবুল, বাহাদুর ও বিষ্ণুকে গ্রেফতার করে। ডাকাতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি, এক জোড়া কানের দুল ও স্বর্ণ বিক্রির নগদ ২৮ হাজার জব্দ করা হয়।

শনিবার (২০ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

মো. ছগির হোসেন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।