শ্রেষ্ঠ রোভার স্কাউট নওগাঁর শামিম আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২০ মার্চ ২০২১

রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র শামিম আহমেদ।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪৪তম বার্ষিক কাউন্সিল সভায় ইনোভেটিভ অ্যাওয়ার্ড প্রাপ্তদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে গত সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী স্বাক্ষরিত প্যাডে অভিনন্দন জানিয়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট মনোনীত হওয়ার বিষয়টি শামিম আহমেদকে নিশ্চিত করা হয়।

শামিম আহমেদ দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের রোভার। শামিম নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব ইউনিয়নের আইয়ুব আলি ও ঝর্না বেগমের ছেলে।

শামিম আহমেদ দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে সিনিয়র রোভার মেট ও ২০১৮-২০১৯ সালে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে।

অ্যাওয়ার্ডের জন্য ১০ ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্যে মূল্যায়নে করে অ্যাওয়ার্ড সুপারিশ কমিটির তাকে মনোনীত করে। যার মধ্যে ছিল আপডেট লগবই, আপডেট আমার স্কাউট রেকর্ড বই সেবা দানের তথ্যাদি, পূর্বে প্রাপ্ত অ্যাওয়ার্ড, শিক্ষাগত যোগ্যতা, ক্রু-মিটিং কার্যক্রম, ইউনিট কার্যক্রমে অংশগ্রহণ, জেলা অঞ্চল ও জাতীয় পর্যায়ের প্রোগ্রামে অংশগ্রহণ, অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী, ইনোভেটিভ কার্যক্রম।

এর আগে শামিম আহমেদ ২০১৮ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের ২০১৯ সালে নম্বর টু দ্যা ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।