সাজেকে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২০ মার্চ ২০২১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মুদি ব্যবসায়ী মিজান (৩২) ও গ্যাস ব্যবসায়ী মো. সাগর।

এলাকাবাসী জানায়, তারা দুইজন সাজেক থেকে মোটরসাইকেল যোগে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি এলাকায় পৌঁছালে শর্টগানের গুলি লাগে। এতে দুইজনই আহত হয়। এসময় তাদের মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা দুইজনেই আশঙ্কামুক্ত।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শংকর হোড়/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।