ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সুশিক্ষিত করতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২০ মার্চ ২০২১

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২০ মার্চ) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আলাদা মন্ত্রণালয় গঠনের জন্য বিভিন্ন মিছিল-মিটিং করেছে। তারা বিভিন্ন এনজিওর দ্বারা প্রতারিত হয়েছে। কিন্তু তাদের পক্ষে কেউ কোনো কাজ করেনি। তাই তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে আলাদা একটি সেল গঠন করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদেন।

আব্বাস আলী/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।