এক বাঘাইড়ের দাম ৩২ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ মার্চ ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে বিক্রির জন্য উঠেছে ৪১ কেজি ওজনের বাঘাইড়। ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি ঘাট উপজেলার বালাসি ঘাটে মাছটি জেলের জালে ধরা পড়ে। বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

রোববার (২১ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটে মাছটি নিয়ে আসেন আল-আমিন নামের এক মাছবিক্রেতা। পরে তিনি ৩২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

jagonews24

মাছ ব্যবসায়ী আল-আমিন বলেন, শনিবার রাতে ফুলছড়িঘাট উপজেলার বালাসি ঘাটে বাঘাইড় মাছটি ব্রহ্মপুত্র নদের জেলে ছোবেদ আলীর জালে আটকা পড়ে। বেশি দাম পাওয়ার আশায় মাছটি হাতীবান্ধা বাজারে নিয়ে আসি। স্থানীয় কয়েকজন প্রায় ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় আমের আলী বলেন, নদীতে পাওয়া বাঘাইড় মাছটি শুধু দেখার জন্য আসছি। এত বড় মাছ আগে কোনোদিন চোখে পড়েনি।

jagonews24

হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব বলেন, ‘হাতীবান্ধায় এই প্রথম এত বড় মাছ বাজারে উঠছে। মাছটি পেয়ে আমরা খুবই খুশি। আমরা মাছটি ৩২ হাজার টাকায় কিনে নিয়েছি।’

রবিউল হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।