জমি বিরোধের জেরে ভাগনের হাতে প্রাণ গেল মামার
নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগনের ধারালো অস্ত্রের আঘাতে মামা মোতাফ্ফর রহমান (৬০) মারা গেছেন। রোববার (২১) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের মির্জাপুর (কশিবাড়ি) গ্রামের এ ঘটনা ঘটে। পরে নিহতের ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন (৪৫), তার ছেলে আব্দুল ওয়াদুদ ও মেহেদী হাসান। আটক অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার আলমপুর ইউনিয়নের মির্জাপুর (কশিবাড়ী) গ্রামের মোতাফ্ফর রহমানের সাথে তার চাচাতো বোনের ছেলে নজরুল ইসলামের মাঝে জমি সংক্রান্ত বিরোধ বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিবাদমান পুকুরের গার্ডওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।
এতে মোতাফ্ফর রহমান (৬০), তার ভাই মোয়াজ্জেম হোসেন (৫৫), ছেলে রেজুয়ান হোসেন (৩৫), অপর ছেলে আসাদুজ্জামান (৩০), ভাতিজা আবু সুফিয়ান (৩১), ভাগনে নজরুল ইসলাম (৫০), তার তিন ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫), আবু রায়হান (৩০) ও মেহেদী হাসান (২৩) জখম হয়।
এদের মধ্যে মোতাফ্ফর রহমান এবং আবু রায়হানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের পুলিশ চারজনকে আটক করেছে। এছাড়া নজরুল ইসলামের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছে।’
আব্বাস আলী/আরএইচ/এমকেএইচ