শায়েস্তাগঞ্জে ৫ শতাধিক মাস্ক বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের বিভিন্ন পয়েন্টে চালক, হেলপার, সুপারভাইজার, যাত্রী ও জনসাধারণের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের হাইওয়ে পুলিশের এএসপি মাসুদুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মামুন চৌধুরী, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক মো. কুতুব প্রমুখ।
কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জিকেএস