উখিয়া ইউএনওর মোবাইল নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবি
কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র।
মোবাইল নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে ইউএনও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।
বিকেল ৪টার দিকে ইউএনও স্ট্যাটাসে লেখেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া এর অফিসিয়াল নম্বর ক্লোন করে একটি চক্র বিভিন্ন প্রতিষ্ঠান-ব্যক্তি হতে নানান প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ করা হলো।’
ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটালাইজেশনকেও একটি চক্র অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নেট দুনিয়া সম্পর্কে লব্দ জ্ঞানকে ভালো কাজে ব্যবহারের পরিবর্তে একটি চক্র প্রতারণার কাজে ব্যবহার করছে। চক্রটি সরকারি কর্মকর্তা কিংবা সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করে আসছে। তেমনি আমার নম্বরটি ক্লোন করে আজ (বৃহস্পতিবার) প্রতারণার আশ্রয় নিয়েছে একটি চক্র। তাদের শনাক্তের চেষ্টা চলছে।’
সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস