গাজীপুর সেফহোম থেকে পলায়ন: তদন্তে ৫ সদস্যের কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২১

গাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ হেফাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ছায়েদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।

তদন্ত কমিটির প্রধান হলেন-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মনোয়ারা ইসরাত। সদস্যরা হলেন- ওই আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ফরিদা খানম, উপসচিব জগদিশ দেবনাথ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম ও গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ আক্তার।

আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ছায়েদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ কেন্দ্রে একজন ফুলটাইম তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হয়েছে। হেফাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ কেন্দ্রের নিবাসীদের খাবারের মান আরও বৃদ্ধি ও কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, বুধবার (২৪ মার্চ) গভীর রাতে ওই কেন্দ্রের ভবনের তিনতলার জানালার গ্রিল ভেঙে ওড়না দিয়ে রশি বানিয়ে ১৪ জন হেফাজতি পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাতজনকে আটক করে। এ ঘটনায় ওই কেন্দ্রের স্টোরকিপার আব্দুর রহমান মোল্লা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেছেন।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।