মুন্সিগঞ্জে ১৩০ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৭ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে ১৩০ মণ জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ। এসময় দু'জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জাটকা বহনে ব্যবহৃত একটি ট্রাক ও সিএনজি জব্দ করা হয়।

শনিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় বেতকা চৌরাস্তায় ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, লৌহজংয়ের ট্রাকচালক শাহিন শিকদার ও সদরের সিএনজিচালক মিরাজ হোসেন।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেতকা চৌরাস্তা এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি সিএনজিতে অভিযান চালানো হয়। এ দুই অভিযানে ১৩০ মণ জাটকা জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে গাড়ির চালকদের আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করার প্রস্তুতি চলছে।'

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।