ফ্যানে ঝুলছিল বৃদ্ধার মরদেহ, পরিবারের দাবি মানসিক রোগী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শোভা রানী নাথ (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) দুপুর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বজন্দ্র ডাক্তার বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শোভা রানী নাথ ওই বাড়ির ডা. বজন্দ্র কুমার দেবনাথের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে স্বজনরা দাবি করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, শোভা রানী নাথ তার ছেলে বিমান চন্দ্র দেবনাথের বসুরহাট পৌরসভার ভাড়া বাসায় থাকতেন। রোববার সকালে তিনি তার ছেলের বাসা থেকে চরকাঁকড়ায় স্বামীর বাড়িত যান। কোনো একসময় নিজ বসতঘরের সিলিং ফ্যানর সাথে গলায় গামছা দিয়ে বৃদ্ধা শোভা রানী নাথ আত্মহত্যা করেন।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘পারিবারিক ভাবে জানা গেছে বৃদ্ধা শোভা রানী নাথ মানসিক রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
আরএইচ/জেআইএম