গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৯ মার্চ ২০২১

গ্রামবাংলার হারিয়ে যাওয়া লাঠিখেলা দেখতে ভিড় করেন শতশত মানুষ। দর্শকদের হাততালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মার্চ) ৪টায় এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া থেকে আগত লাঠিখেলার দলটি ১৭ রকমের খেলা প্রদর্শন করে। এ সময় তারা দর্শককে বেশ মাতিয়ে তোলেন। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন এ খেলায়। খেলা দেখে দর্শকরা অভিভূত হন।

দর্শকরা জানান, নতুন প্রজন্মের অনেকেই এ খেলা প্রথম দেখলেন। হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই লাঠিখেলার এমন আয়োজন জেলা প্রশাসন বিশেষ দিনগুলোতে করার দাবি তাদের।

jagonews24

আয়োজকরা জাগো নিউজকে জানান, হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই প্রথমবারের মতো লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমান গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় লাঠিখেলা। ঢাকঢোল আর বাঁশির তালে আনন্দে উল্লাসে মেতে ওঠেন সবাই।

খেলায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকারসহ বিভিন্ন দফতরের প্রধানরা।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।