সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৯ মার্চ ২০২১

পবিত্র শবে বরাত উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের দায়িত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা পিযুস সরকার ও পানামা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জাগো নিউজকে নিশ্চিত বিষয়টি করেছেন।

তারা জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার (৩০ মার্চ) বন্দরে কোনো ধরনের আমদানি ও রফতানি কার্যক্রম চলবে না। বুধবার (৩১ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি ও রফতানি কার্যক্রম শুরু হবে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।