দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ আ.লীগের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২১

দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। সোমবার (২৯ মার্চ) দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হন।

মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাবেক ছাত্রনেতা সাকাউদ্দিন আহাম্মদ রাজনসহ আওয়ামী লীগ, যুবলীগ- ছাত্রলীগ ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kishor3

এদিকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় সোমবার (২৯ মার্চ) বড় বাজার ফাঁড়ির ইন্সপেক্টর মিয়া হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে আরও দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, ‘হামলার ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।’

kishor3

এর আগে রোববার (২৯ মার্চ) হেফাজতের ডাকা হরতালে শত শত হরতাল সমর্থক লাঠিসোটা নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্রসহ ভাঙচুর চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ জাতীয় নেতাদের ছবিতে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা।

নূর মোহাম্মদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।