ফোন কিনে না দেয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ৩০ মার্চ ২০২১

মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কলেজছাত্রের নাম ওবায়দুল শেখ লাদেন (১৮)। তিনি উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ গাউসের ছেলে।

লাদেন টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, লাদেন বেশ কিছুদিন ধরে মোবাইল ফোন কিনে দেয়ার জন্য বায়না ধরেছিলেন। গত পরশু তার বাবা তাকে ১০ হাজার টাকা দেন ফোন কিনতে। লাদেন জানান, নতুন ফোন কিনতে ২৭ হাজার টাকা লাগবে। কিছুদিন পর কিনে দেবেন বলে বাবা তাকে আশ্বস্ত করেন। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন লাদেন। ফজরের নামাজ পড়তে বের হয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা গাউস শেখ। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. গাউস শেখ বলেন, ‘লাদেন আমার মেজ ছেলে। ছোটবেলা থেকে ওর একটু বেশি অভিমান। আমি মোবাইল ফোন কিনে দিতে চেয়েছিলাম। ১০ হাজার টাকা দিলাম আর বাকি টাকা পরে দিতে চেয়েছি। এর ভেতরে এমন ঘটনা ঘটল।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

এদিকে দুপুর ২টার দিকে ওবায়দুল শেখ লাদেনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।