ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:০৩ পিএম, ৩১ মার্চ ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তোবজুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলার মনাকষা সাহাপাড় সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোবজুল উপজেলার ভবানিপুর কামতপাড়া গ্রামের কশিমুদ্দিনের ছেলে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ বলেন, ‘ব্যাটারি চালিত অটোরিকশা যোগে তোবজুল ডাক্তার দেখানোর জন্য মনাকষা যাচ্ছিলেন। তিনি স্থানীয় যোপলপুর নামক স্থানে ট্রলি ও অটোরিকশার সংর্ঘষ হয় এতে ঘটনা স্থলেই মারা যান তোবাজুল।

তিনি আরও জানান, অটোরিকশার চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।