পটুয়াখালীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩১ মার্চ ২০২১

পটুয়াখালীর গলাচিপায় আবদু রব সিকদার হত্যা মামলায় দশজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইদ্রিস মীর, মো. শাহজাহান মীর, মো. সিদ্দীক মীর, মো. জালাল মীর, মো. বেলাল মীর, মো. নূরুল ইসলাম মীর, মো. ওয়াজেদ মীর, মো. আতহার মীর, মো. হাবিব মীর, মো. বাবুল মীর।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবুল কাসেম ও বাদী পক্ষের মামলা পরিচালনা করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কমল দত্ত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১৪ মে গলাচিপার মুরাদ নগরে চাষাবাদযোগ্য জমির মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আবদুর রব সিকদারকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় রব সিকদারের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন। আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।