খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ৩১ মার্চ ২০২১

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব ঠেকাতে এবং জেলাবাসীকে নিরাপদ রাখতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এমন ঘোষণার ফলে খাগড়াছড়ির আলুটিলা রহস্যময় সুরঙ্গ, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক ও হাতির মাথাসহ জেলার সব পর্যটন কেন্দ্রে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

jagonews24

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জেলা প্রশাসন।

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে ২৮ আগস্ট থেকে শর্তসাপেক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্না, আলুটিলা পর্যটন কেন্দ্র ও মায়াবিনী লেক খুলে দেয়া হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।