১৪ দিন বন্ধ থাকবে সাজেকসহ রাঙামাটির সব পর্যটন কেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ৩১ মার্চ ২০২১

করোনা সংক্রমণ রোধে দু’সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধসহ বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ সংক্রমণে’ করণীয় শীর্ষক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

jagonews24

সভায় জানানো হয়, প্রতিদিন রাত ৮টায় জেলার সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ থাকবে। গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করবে। হোটেল-মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা দিতে হবে। একইসঙ্গে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

শংকর হোড়/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।