ট্রাকের ধাক্কায় যুবক নিহত
নোয়াখালী সদর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় মো. কামাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামের কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল করিমপুর এলাকার ইউছুফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন কামাল। অটোরিকশাটি সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামের মমিনের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কামালসহ তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
এসজে/এএসএম