গাজীপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার (৪ এপ্রিল) গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের সালেক টেক্সটাইল কারখানায় ওয়্যার হাউজে দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে কারখানার সহকারী হিসাবরক্ষক শফিকুল ইসলাম জানান, গোডাউনে সুতা, তৈরি করা জিন্স প্যান্ট ও মেশিনপত্র রয়েছ।
স্থানীয়ভাবে কারখানাটি ‘তিতাস ফ্যাক্টরি’ নামে পরিচিত।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম