‘গভীর নলকূপ দেব, ২৫ হাজার টাকা দাও’
লক্ষ্মীপুরে সরকারি গভীর নলকূপ দেয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে।
রোববার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল বাবলু নলকূপের ব্যবস্থা করে দিতে না পারায় ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যক্তি।
এছাড়া অভিযোগের অনুলিপি জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদককেও দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার পশ্চিম দিঘলী গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়িতে অনেকগুলো পরিবারের বসবাস। ওই গ্রামে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এতে ইব্রাহিম খলিল একটি নলকূপের জন্য উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিনের সঙ্গে তিন মাস আগে যোগাযোগ করেন। তিনি ব্যবস্থা করার আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকা খরচ হবে বলে জানান। এতে নাসিরের কথা অনুযায়ী দুদিন পর কার্যালয়ে তাকে ইব্রাহিম ২৫ হাজার টাকা দেন। ২০-২৫ দিন পর আসতে বললেও কার্যালয়ে এসে তাকে পাননি ইব্রাহিম। নাসির রামগঞ্জ উপজেলায় বদলি হয়েছেন জানতে পেরে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি চিনতে পারছেন না বলে এড়িয়ে যান।
ইব্রাহিম খলিল বাবলু বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে নলকূপ পাওয়া কষ্টকর। যোগাযোগের পর একদিন নাসির উদ্দিন ‘গভীর নলকূপ দেব, ২৫ হাজার টাকা দাও’ প্রলুব্ধ করেন।। টাকা দেয়ার পর এখনও তিনি নলকূপ দেননি। এজন্য বাধ্য হয়েই অভিযোগ করেছি।
এ ব্যাপারে জানতে সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিনের মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন। এরপর তার ব্যবহৃত দুটি মোবাইলফোন নাম্বারই বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে লক্ষ্মীপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে আমি তদন্ত করে ব্যবস্থা নেব। এক্ষেত্রে ভুক্তভোগীকে অবশ্যই প্রমাণসহ অভিযোগ করতে হবে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম