করোনায় আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালকের মৃত্যু
আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমিন জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখার ম্যানেজার আনিসুর রহমান হিটলু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য, আমিন জুয়েলার্সের কর্ণধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এফএ/জিকেএস