লকডাউন অমান্য করায় বগুড়ায় ১৬ জনকে ১৭ হাজার টাকা জরিমানা
করোনা সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করায় বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ১৬ জনকে ১৭ হাজার জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন এ রায় দেন।
অভিযানে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা সদর, মুরইল, নশরতপুর, পূর্ব ঢাকা রোড, সান্তাহার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরা, ছোট যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন, হোটেলে বসিয়ে খাবার বিক্রিসহ নানা নির্দেশনা অমান্য করায় ১৬ জনকে ১৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও সীমা শারমিন বলেন, লকডাউন চলাকালীন সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসআর/এমএস