চিকিৎসাপত্রে নিজ কোম্পানির ওষুধ না লেখায় চিকিৎসককে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধরের অভিযোগে আতাউল করিম ওরফে মাফুজ মড়লকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

মাফুজ মড়ল দুর্গাপুর উপজেলার চন্ডিগড় মড়ল বাড়ির বাসিন্দা। তিনি রিলায়্যান্স নামক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান বর্হি বিভাগের ১০৩ নম্বর কক্ষে রোগী দেখছিলেন। অফিস চলাকালীন সময়ে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালের বর্হি বিভাগে প্রবেশ করতে পারবেন না মর্মে কঠোর নির্দেশনা রয়েছে। তবে মঙ্গলবার বেলা ১১টার দিকে মাফুজ মড়ল ওই কক্ষে প্রবেশ করেন। চিকিৎসককে রিলায়্যান্স কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। মেহেদী হাসার ওই কোম্পানির ওষুধ লিখতে অপরাগতা প্রকাশ করেন। এতে মাফুজ মড়ল ক্ষীপ্ত হয়ে কিল-ঘুষি দিয়ে চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থান জখম করেন।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, এর আগেও মাফুজ মড়ল তার কোম্পানির ওষুধ লেখাকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসককে অপমান, হয়রানিসহ ভয়-ভীতি প্রদর্শন করেছিলেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম বলেন, ‘দুর্গাপুর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাফুজ মড়লকে আটক করা হয়েছে। বুধবার আদালতে সোপার্দ করা হবে।’

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।