হেফাজতের পক্ষে কথা বলায় টুঙ্গিপাড়া কৃষক লীগের নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ এপ্রিল ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের পক্ষের কর্মকাণ্ড নিজের ফেসবুকে শেয়ার করা ও তাদের পক্ষে কথা বলার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক আসলাম সরদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, সাংগঠনিক সম্পাদক সেলিম শরিফ হেফাজতে ইসলামের পক্ষ অবলম্বন করে প্রায়ই মতামত দেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

জানতে চাইলে বহিষ্কৃত উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ বলেন, ‘আমি ফেসবুকের তেমন কিছুই বুঝি না। তবে সাধারণ সম্পাদকের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি রয়েছে। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’

টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা জাগো নিউজকে বলেন, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলায় আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।

এসআর/জেআইএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।