নোয়াখালীতে অপহৃত ব্যবসায়ী চাঁদপুরে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৮ এপ্রিল ২০২১

নোয়াখালীর সেনবাগের বক্সিরহাট বাজারের ব্যবসায়ী মো. আবদুল্লাহকে (৪২) অপহরণের আটদিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে উদ্ধার করা হয়। আবদুল্লাহ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি বক্সিরহাট বাজারে ওয়ালটন ডিলার নিয়ে ইলেক্ট্রনিক্স ব্যবসা করতেন।

পিবিআই ফেনীর উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার আলী আকন্দ বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় ব্যবসায়ী আবদুল্লাহকে রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। তিনি এখনো কথা বলতে পারছেন না। বিকেলে তার পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেয়া হবে। তার চিকিৎসার প্রয়োজন।’

এসআই আলী আকন্দ আরও বলেন, ‘অপহরণকারীরা তার মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে। পরে ১০ লাখ টাকা দিতে বলে। অপহরণকারী তাকে জানিয়েছিল তারা তাকে ১০ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে।’

উল্লেখ্য, ২ এপ্রিল সন্ধ্যায় অপহৃত ব্যবসায়ীর ভাগনে আশরাফুল বাহার সেনবাগ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

এতে উল্লেখ করেন, ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে দোকান থেকে তার মামা ফেনী যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা ৪মিনিটের দিকে তার ফোন থেকে মামির ফোনে কল আসে। কিন্তু হ্যালো বলার সঙ্গে সঙ্গে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।