দাদির সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০২১
ফাইল ছবি

গোপালগঞ্জে দাদির সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে মনিকা (৭) নামের এক শিশু।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মনিকা কাশিয়ানী উপজেলার নাওড়াদোলা গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জাগো নিউজকে জানান, মনিকা দাদির সঙ্গে তার ভাইয়ের বাড়িতে ঘুরতে যায়। মনিকা দাদির হাত ধরে মহাসড়কের ফুটপাত দিয়ে হাঁটছিল। হঠাৎ শিশুটি দৌড়ে সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ পরিবারে কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।