নোয়াখালীতে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা

নোয়াখালীতে করোনার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেলায় নতুন করে ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেলায় নতুন করে ৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ২০ জন, সূবর্ণচরের চারজন, বেগমগঞ্জের ২৭ জন, সোনাইমুড়ির ৯ জন, চাটখিলের চারজন, সেনবাগের সাতজন, কোম্পানীগঞ্জের পাঁচজন এবং কবিরহাটের আটজন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৭৮ জন। মোট আক্রান্তের হার ৯ দশমিক ১৭ শতাংশ।
তিনি আরো বলেন, জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এপর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছে ৬২৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৮৪ জনের এবং নেগেটিভ এসেছে ৫৩৮ জনের।
জেলা স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহী খান বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে।
তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ দেন তিনি।
এসএমএম/এমএস