কাশিয়ানীতে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তোরাব আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বাইরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তোরাব আলী কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া (কারিগর পাড়া) গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার এসআই গনেশ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তোরাব ছয় মাসের দণ্ডপ্রাপ্ত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনায় রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এএএইচ