নোয়াখালীতে করোনায় আরও দু’জনের মৃত্যু
নোয়াখালীতে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮২ জন। ৭০১ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে।
রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার সদর ও সেনবাগে করোনায় দুইজন মারা গেছেন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৯৭ জন এবং মোট আক্রান্ত ছয় হাজার ৬৬৭ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩ হাজার ১৫৯ জনের। এরমধ্যে ৭২ হাজার ৭৭৯ জনের প্রাপ্ত ফলাফলে পজিটিভ ৬ হাজার ৬৬৭ জন ও নেগেটিভ ৬৬ হাজার ১১২ জন।
এদিকে এক হাজার ৪০ জন আইসোলেশনে রয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এছাড়া কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১০ জন।
জেলায় নিহত ৯৭ জনের মধ্যে নোয়াখালী সদরে ১৫ জন, সূবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ৩০ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে ১০ জন, সেনবাগে ১৫ জন, কোম্পানীগঞ্জে তিনজন ও কবিরহাট ১৫ জন।
রোববার আক্রান্ত ৮২ জনের মধ্যে নোয়াখালী সদরে ৩৪ জন, সূবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ২৫ জন, সোনাইমুড়িতে ছয়জন, চাটখিলে আটজন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে পাঁচজন ও কবিরহাটে একজন।
এফএ/জেআইএম