নদীর পাড় কেটে মাটি বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর পাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ এপ্রিল) রাতে ও সোমবার (১২ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকার তোতা মিয়ার ছেলে মো. সিকদার, চাঁনপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে মিলন দেওয়ান ও গোড়াই এলাকার তারিফ মিয়ার ছেলে মোস্তফা মিয়া চাঁনপুর এলাকায় ভেকু মেশিন দিয়ে বংশাই নদীর পাড় কেটে মাটি বিক্রি করছিলেন।

খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকায় অভিযান চালান। এ সময় কয়েকটি ড্রাম ট্রাক আটক করা হয়। অবৈধভাবে মাটি কাটার অপরাধে ব্যবসায়ী সিকদারকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।
এদিকে, সোমবার দুপুরে একই স্থানে অভিযান চালিয়ে অপর দুই মাটি ব্যবসায়ী মিলন দেওয়ান ও মোস্তফা মিয়াকেও নদীর পাড় কেটে মাটি বিক্রির অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম এরশাদ/এসজে/এমকেএইচ