আশুগঞ্জে নির্মাণাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন সেতু থেকে পড়ে সানোয়ার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সকালে উপজেলার লালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সানোয়ার নওগাঁর মান্দা উপজেলার পারুইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- একই গ্রামের মৃত ময়েজ মিয়ার ছেলে জিল্লুর রহমান (৪০) ও জিল্লু মিয়ার ছেলে জুয়েল (২০)। জিল্লুর রহমান সাব-কন্ট্রাক্টর ছিলেন।
নির্মাণ শ্রমিক মহসিন আলী জানান, গত দেড় বছর ধরে পাগলা নদের উপর নির্মাণাধীন আশুগঞ্জ-নবীনগর সংযোগ সেতুর কাজ করছিলেন তারা। প্রতিদিনের মত মঙ্গলবারও সকালে লালপুর বাজার প্রান্তে পিলারের কাজ করার সময় নির্মাণাধীন সেতু থেকে পড়ে তিনজন আহত হয়। তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সানোয়ার মারা যায়।বাকী দুইজন হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, লালপুর বাজার-বাইশমোজা সেতুর নির্মাণ কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএসএইচ